মো. নাঈম, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছটি উপজেলায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের’ আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর-২১) বেলা ১২ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি জেলা মৎস সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহকারী পরিচালক এএফএম নাজমুস সালেহীন নলছিটি থানা অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, কৃষি কর্মকর্তা ইশরাত জাহান মিলি, মৎস কর্মকর্তা সাইয়্যেদা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রাণী সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান, ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আঃ হক, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, উপজেল মৎস সমিতির সভাপতি সচীন্দ্রনাথ মালো প্রমুখ। সভায় ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষা অভিযান সফল করাতে সকলের প্রতি অনুরোধ জানান।