পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃরিপন মিয়া একই এলাকার আয়শা খাতুন এর ৩৬৮৩ নং রেশন কার্ডসহ ৩৬৪০, ৩৭৮২ ও ৩৭৮৯ সর্বমোট ৪ টি রেশন কার্ড এর খাদ্যশস্য উত্তোলন করে আত্মসাতের অভিযোগের ভিত্তিতে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় গত রবিবার (১৯ সেপ্টেম্বর) )গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃআবুজাফর রিপন পিএএ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি সদস্য রিপনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা যায়,৫ নং উল্টাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃরিপন মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার( ইউনিয়ন পরিষদ) আইন ২০০১ এর ধারা ৩৪ (৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪( ১) অনুযায়ী উল্লেখিত ইউপি সদস্যকে তার স্বীয় পদ হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।