মিঠুন সাহা,পানছড়ি ( খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনাসভা,দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এই সময় পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে,৩ং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন,ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক , জহিরুল আমিন রুবেল,জাহাঙ্গীর আলম,নাজমুল হোসেন, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।