বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীতে আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উত্তর সারোয়াতলী ৯নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল জলিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ বেলাল হোসেন। ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইউসুফ মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সহ সভাপতি পিন্টু দে’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কার্তিক শীল, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল হক, উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দীন মন্নান, সংরক্ষিত ইউপি সদস্য প্রণতি রাণী মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল জলিল মেম্বার সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রহিম বাদশা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ মিজান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ দাশ, সাধারণ সম্পাদক মোঃ কাশেম, শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর, সংগঠনের সদস্য মোঃ রবিন, রোকন উদ্দিন, মোঃ জনি, গ্রাম্য পুলিশ রুবেল দে প্রমুখ। অনুষ্ঠানে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোঃ রাজা মিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি প্রবাসী মোঃ শাহেদ হোসেন আকাশ ভিডিও কলে অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।