1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
রাজাপুরের অসহায় আলমগীরের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন - পূর্ব বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৬৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন বৈষম্যহীন নতুন বছর ২০২৫ আয়না ঘর বা ভাতের হোটেল কিছুই থাকবে না ডিবি কার্যালয়ে -স্বরাষ্ট্র উপদেষ্টা ২২তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের শেষ দিনে- আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা রাজ ধনেশ বংশবৃদ্ধি কমে যাচ্ছে পরিবেশ ও বিচরণ ক্ষেত্র রক্ষণাবেক্ষণ না হলে উদয়ী পাকড়া ধনেশও কমব চট্টগ্রামে মাস জুড়েই ফুল উৎসব ‘ফুলের মতন আপনি ফুটাও গান’ ঢাকা, সিলেট ও কুমিল্লায় ভূমিকম্প অনুভূত জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাজশাহীর চারঘাটে যৌথ অভিযানে জরিমানা ও ভেজাল গুড় জব্দ চট্টগ্রাম এডিটরস ক্লাবের কার্য নিবার্হী কমিটি গঠিত সভাপতি এম.আলী হোসেন সম্পাদক জিয়াউল হক

রাজাপুরের অসহায় আলমগীরের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার পড়া হয়েছে

মো. নাঈম 

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়কৈবর্তখালী গ্রামের অসহায় শাহজাহান হাওলাদার এর ছেলে মোঃ আলমগীর হোসেন (২৫) গত ৬ আগস্ট’২১ গাজিবাড়ি নামক ষ্টানে বিকাল ৫টার দিকে ভাড়া চালিত অটোবাইক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় চালক আলমগীরের দুটি পা, একটি হাত ও কোমড় ভেঙ্গে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজাপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল শের-ই বাংলা হাসপাতালের ডাঃ সুদিব কুমার হালদার ভর্তিরত আলমগীর কে নিয়মিত ১০দিন চিকিৎসা দিয়ে বাড়িতে ২৪দিন ১০কেজি ওজনের ইট দিয়ে পা টানা রাখতে বলেন। এবং ২৪দিন পরে যোগাযোগ করতে বলেন ২৪দিন পার হলেও সুস্থ হয়নি আলমগীর পরে ৪দিন বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ভর্তি ছিলেন। বরিশালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য বলেন। আর্থিক সমস্যা থাকার কারনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আর যাওয়া হয় না, পরে বাড়িতে চলে আসেন আলমগীর। বাড়িতে আসার পর ঠিক মতো চিকিৎসা না হওয়ায় শরীরের অবস্থা খারাপ হলে তাকে রাজাপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়, অসুস্থতা বেশি হলে পূণরায় তাকে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আলমগীরের অবস্থা সংকটাপন্ন। অর্থাভাবে ঔষুধপত্র কিনতে পারছে না। মো. শাহজাহান বলেন, আমার ছেলে আলমগীরের ঔষুধ কিনতে পারছি না, আলমগীরের ২ টি শিশু সন্তান। বড় মেয়ের বয়স দুই বছর ছোট ছেলের বয়স ৭মাস টাকার অভাবে ৭মাসের দুধের ছেলে সহ ঘরে ৭জন সদস্যর খাবার জোগার করতে পারছি না। আমার জমিজমা নেই, বৃষ্টি হলে ঘরের চাল থেকে পানি পড়ে। ফুটপাতে কাঁচামাল বিক্রি করতাম, করোনায় লক ডাউনে পেটের দায়ে জমা শেষ, প্রায় তিন লাখ টাকার ঋণগ্রস্থ হয়ে পরেছি। আলমগীরের স্ত্রী শারমিন বেগম বলেন, বরিশাল হাসপাতালে মরনাপন্ন স্বামীর চিকিৎসার জন্য ভর্তি করলে বিজ্ঞ ডাক্তারগন তাকে ঢাকায় নিতে বলেন এবং এখানে চিকিৎসা হবে না বলে নাম কেটে দেয়। ঔষধ কেনার টাকা নাই। পেট ভরে দু’বেলা খেতেও পারিনা। ২ টি সন্তানই বুকের দুধ খায়, তাতে পেট ভরে না, দুধ কেনার টাকা নাই। জমিজমা ঘরবাড়ি কিছু নাই। শ্বশুরের ঝরাজীর্ন ছোট্র একটি ঘরে বসবাস করছি। আহত আলমগীর বলেন, এ মুহূর্তে আমার জরুরী অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসায় অন্তত তিন লাখ টাকা প্রয়োজন কিন্তু আমার পরিবারের পক্ষে এতো টাকা জোগার করা অসম্ভব। এ অবস্থায় আমি সরকারের, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করছি। আলমগীরের কে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ করুন পিতা শাহজাহান এর বিকাশ ও নগদ (পার্সোনাল) নাম্বার ০১৭৪৬৮৪২৮১৭ রাজাপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মোজাম্মেল বলেন, হাসপাতালে আমাদের ফরম দেওয়া আছে, যদি কোনো অসহায় ব্যক্তির চিকিৎসা নেওয়ার সমার্থ না থাকে, আমাদের কাছে আবেদন করবে, আমরা সরকারি ভাবে উপজেলা রবি কল্যাণ এর মাধ্যমে তাদের সহায়তা করার চেষ্টা করবো।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla