নয়ন শীলঃ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন পোর্ট কানেকটিং রোডস্থ সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা হতে চুরি করে আনা ৬০ কেজি ওজনের ৪ রোল প্যান্টের কাপড় সহ মোঃ মঈনুদ্দিন (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২১ ইং রাত ২:৫০ মিনিটে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন পোর্ট কানেকটিং রোডস্থ সরাইপাড়া মোড়ে অভিযান চালিয়ে মোঃ মঈনুদ্দিন (৩৫) গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে বিভিন্ন জায়গা হতে চুরি করে আনা ৬০ কেজি ওজনের ৪ রোল প্যান্টের কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ মঈনুদ্দিন (৩৫) এর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।