নয়ন শীল
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়ে বুলবু্ল উদ্দিন সোনাল প্রকাশ বুলু(৫২) নামের একজনকে মনসুরাবাদ হতে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু্লিশ। চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান জানান, যৌন হয়রানির শিকার ১০ বছর বয়সী মেয়েটির বাবা রিকশাচালক ও মা পোশাক শ্রমিক। বাবা-মা কাজে চলে যাওয়ায় শিশুটি বাসায় একা থাকার সুযোগে বিগত ২২ ও ২১ সেপ্টেম্বর বুলবুল তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি শিশুটি তার বাবা-মাকে জানানোর পর বুলবুল পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ মাহফুজ জামান বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বুলবুল উদ্দিন সোনাল প্রকাশ বুলু(৫২) কে মনসুরাবাদ এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেপ্তার বুলবুল উদ্দিন (৫২) চান্দগাঁওয়ের হামিদচরে একটি ভবনের তত্ত্বাবধায়ক।