পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে ইমামের বয়ানের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ওসি আনচারুল করিম। এ মসজিদভিত্তিক প্রচারণার ফলে এলাকায় কমছে অপরাধ প্রবণতাও।সম্প্রতি পানছড়ি থানার ওসি আনচারুল করিম এর উদ্যোগে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক বক্তব্য কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় তিনি উপজেলার বিভিন্ন মসজিদে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এ কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য দেন তিনি। তার আলোচনায় উঠে আসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নানাবিষয়।এসময় উপস্থিত ছিলেন এস আই নাজমুল,এস আই নাসির, মসজিদ কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ইমাম,মুয়াজ্জিন সহ মুসল্লিবৃন্দ। জনসচেতনতা মূলক আলোচনার মধ্যে ছিলো,থানায় সেবা নিতে টাকা লাগে না,যে কোন বিষয়ে সরাসরি থানার ওসিকে ফোন দিয়ে সহযোগিতা চাওয়া, বাজারের পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু,রাত্রীকালীন নাইট গার্ড ব্যবস্থা চালু, অন্ধকারাচ্ছন্ন স্থানে নিরাপত্তা মূলক ইলেকট্রিক বাল্ব লাগানো,সমাজের বাল্যবিবাহ রোধ,,মাদক, জুয়া, জঙ্গিবাদ,ইভটিজিং প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন অপরাধমূলক নানা কর্মকাণ্ড নিয়ে তিনি বক্তব্য রাখেন। এইছাড়াও তিনি সামাজিক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ী বাঙ্গালীদের মধ্যে সব ভেদাভেদ ভুলে সকলকে ভ্রাতৃত্ববোধের নজির সৃষ্টি করার আহবান জানান। । জানা যায়, প্রতি জুম্মার নামাজে বিভিন্ন মসজিদে গিয়ে তিনি মসজিদের ঈমাম-মুয়াজ্জিন এবং মসজিদ কমিটির খোঁজ খবর নেন। তিনি মসজিদের উন্নয়নে অনেক সহযোগিতাও করেন। একাধিক মুসল্লি জানান, আমাদের মসজিদে ওসি স্যার এসে যেভাবে বক্তব্য দিল আমরা খুবই আনন্দিত। আমাদেরকে বলেছেন রাত ৪ টায়ও যদি আমাকে প্রয়োজন হয় কল দিতে, একবারও ভাববেন না এত রাতে ওসিকে ফোন দিব কিনা। ওসি বলেছে আমার সেবা নিতে ২৪ ঘণ্টা আপনাদের জন্য থানার দরজা খোলা।স্যারের প্রতিটি কথা সামাজিক উন্নয়নে ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ইতোপূর্বে তিনি পানছড়ি থানা মসজিদ ও লোগাং শান্তিনগর মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।