সেলিম কায়সার, টেকনাফ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটের পুরানপাড়া পাহাড়ে অবৈধভাবে গড়ে উঠা একটি ঘরসহ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। শনিবার (১৮ সেপ্টেম্বর ) হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন শামলাপুর বিটের বন কর্মকর্তা কেবিএম ফেরদৌসের নেতৃত্বে বনবিভাগের স্টাফ মোঃ রফিকসহ সিপিজির সদস্যদের সহযোগিতায় অবৈধ ভাবে গড়ে উঠা তৈরীকৃত ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এবিষয়ে শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, যারা বন বিভাগের জমি জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধ স্থাপনা এক একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে শামলাপুর সিপিজি সদস্যসহ স্টাফগণ অংশ গ্রহণ করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস। তিনি আরও বলেন, পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি