আদালত প্রতিনিধি
দেশব্যাপী আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামী এহতেশামুল হক ভোলাকে চার সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে তাকে। বুধবার ১৫ সেপ্টেম্বর ২১ ইং বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ আদেশ দেন। এসময় ভোলার পক্ষে অ্যাডভোকেট মুহাম্মদ হাসিবুর রহমান এবং রাষ্ট্রপক্ষে সহকারি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান মামলা পরিচালনা করেন। উল্লেখ্য ২০১৬ সালের ৫ জুন নগরীর পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মিতু।
ঘটনায় মিতুর স্বামী এসপি বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২০ সালের জানুয়ারিতে বাবুল আক্তারের দায়ের করা মামলায় তদন্তভার গ্রহণ করে পিবিআই। বিগত ১১ মে এই আলোচিত হত্যা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। ঘটনা পরবর্তীতে ১২ মে দুপুরে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তার, মো. কামরুল ইসলাম শিকদার মুসা, এহতেশামুল হক প্রকাশ হানিফুল হক প্রকাশ ভোলাইয়া, মো. মোতালেব মিয়া ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম কালু, মো. সাইদুল ইসলাম সিকদার সাক্কু এবং শাহজাহান মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।