বাবর মুনাফ
চট্টগ্রামের বোয়ালখালীতে অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগে বোয়ালখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বক্তারা বলেন, নারী পুরুষের সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। সকল দুর্বলতা কাটিয়ে রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও কর্ম প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন অপরাজিতা। উপজেলা সমন্বয়কারী তাপস বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, তথ্য আপা কর্মকর্তা মুনিরা জাহান, জেলা প্রকল্প কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, শিক্ষক মনোয়ারা বেগম ও অঞ্জলী ঘোষ।