অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের হাটহাজারী থানাধীন দেওয়ান নগর ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১১০ (একশত দশ) পিস ইয়াবা সহ মোঃ জিসান (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।
রবিবার ১২ সেপ্টেম্বর ২১ ইং রাত ৮ঃ১৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে উপ-পরিদর্শক শফিয়ার রহমান এর নেতৃত্বে ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন দেওয়ান নগর ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ জিসান (২৯) কে গ্রেফতার করে।
এসময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা যায়। উক্ত ঘটনায় আটককৃত মোঃ জিসান এর বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত মোঃ জিসান (২৯) হাটহাজারী থানাধীন ১ নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর, সন্দীপ পাড়া, নয়া সওদাগর বাড়ির মোঃ জাহাঙ্গীর আলম এর পুত্র।