চট্টগ্রামে করোনায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৩ জন। রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৩ জনের। সংক্রমণ শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৬৮ জনের।