মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ভিক্ষুকদের মাঝে সরকারি ভাবে গরু বিতরণ করা হয়েছে। শনিবার (১১সেপ্টেম্বর) দুপুর ২টায় কাঠালিয়া উপজেলার ছৈলার পর্যটন কেন্দ্রে বিভাগী কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসেবে এ গরু বিতরণ করেন। সরকারের ভিক্ষুক পুর্নভাসন প্রকল্পের আওতায় ১০ জন নারী ও পুরুষ ভিক্ষুকের হাতে একটি করে গাভী তুলে দেয়া হয়। প্রধান অতিথি ছৈলার চর ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করন, পর্যটন কেন্দ্রের সেতু/কালভার্ট ও রেস্ট হাউজ উদ্ভোধন করেন এবং ডিসি পার্ক ও ছৈলার পর্যটন কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল আলম, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।