১১ সেপ্টেম্বর শনিবার রাত ৮.৩০ টায় সিআরবি সংরক্ষণ, চট্টগ্রামে আধুনিক হাসপাতাল, মেডিকেল ও নার্সিং কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিষয়ক এক ভার্চুয়াল আলোচনা সভা চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
চাকসুর সাবেক জি.এস ড. জমির চৌধুরী ও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্যানেল অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. অনুপম সেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান। মোসলেম উদ্দিন আহমেদ এমপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ ইসমাইল খান।
এই ভার্চুয়াল আলোচনা সভায় https://us02web.zoom.us/j/84297109660 জুম লিংকে গিয়ে যে কাউকে সরাসরি যোগদানের অনুরোধ জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন।