কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তায় মোট ৩ লক্ষ ৫০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ২১ ইং সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া ঘাট এলাকায় কোস্ট গার্ডের এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার বিএন আমিরুল হক তথ্যটি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকা ইয়াবা ট্যাবলেট পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে টেকনাফস্থ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া ঘাট এলাকায় সাদা রঙয়ের বস্তাসহ তিনজন ব্যক্তিকে দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দেওয়া হয়। এসময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনটি বস্তা ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া তিনটি বস্তায় তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।