মেক্সিকোয় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির গুয়েরেরো রাজ্যের আকাপুলকো শহরে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আকাপুলকো সমুদ্র সৈকত থেকে ১৬ কিলোমিটার দূরে। এর প্রভাবে রাজধানী মেক্সিকো সিটির ভবনগুলোও কেঁপে ওঠে।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে। এটি সের মার্কোস, গুয়েরো থেকে ২৩ মাইল (৩৭ কিলোমিটার) উত্তর-পশ্চিমে আঘাত হানে। একই সূত্রের বরাত দিয়ে চায়না ডেইলি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
জানা গেছে, ভূমিকম্পের জেরে আকাপুলকোর পাহাড়গুলো কেঁপে ওঠে। এতে পাহাড়ের পাথর ধসে ও গাছপালা ভেঙে রাস্তার ওপর পড়ে। ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় নেমে আসেন।সবটুকু জানতে ক্লিক করুন