বাবর মুনাফ, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীর বাণিজ্যিক খামার থেকে ৩টি উন্নত জাতের গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ সেপ্টেম্বর’২১) দিবাগত ভোর রাতে পৌর এলাকার পূর্ব গোমদন্ডী মুফতিপাড়া এগ্রো ফার্ম থেকে ১টি গাভী ও দুইটি ষাঁড় চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। এ ব্যাপারে খামারের মালিক আবু ছাদেক (রবি) বাদী হয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল করিম বলেন, অভিযোগ পেয়ে চুরি যাওয়া গরু উদ্ধারে কাজ করছে পুলিশ।