অনিন্দ্য নয়ন
সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগেও কাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর থেকে পরিচালিত হবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২য় ডোজ। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে যে সকল নাগরিক ১ম ডোজ গ্রহণ করেছেন শুধুমাত্র সে সকল নাগরিক একই কেন্দ্রে গমন করে ২য় ডোজ গ্রহণ করবেন। ক্যাম্পেইনের অধীনে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ও বুধবার ৮ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে আগামীকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে এবং আগামী বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ও শুক্রবার ১০ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে আগামী বুধবার ৮ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে। সর্বোপরি ১১ ও ১২ সেপ্টেম্বর শনি ও রোববার যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদেরকে আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে ভ্যাকসিন প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।