ই-কমার্স সাইট ই-অরেঞ্জের গ্রাহকদের অর্থ আত্মসাৎ মামলার আসামি বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে নতুন পরিদর্শক(তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আজ এ তথ্য জানানো হয়।
সোহেল রানাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে উপ-কমিশনার (গুলশান) আসাদুজ্জামান জানান, ডিএমপি সদর দপ্তরে প্রতিবেদন পাঠানোর পর তাকে সাময়িক বরখাস্তের নির্দেশনা আসে।
ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশে ২১ জন পরিদর্শককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে বনানী থানায় নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে পদায়ন করা হয়।
এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। যেহেতু তিনি ভারতের সীমান্তে বিএসএফের হাতে আটক রয়েছেন, সেখানেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোহেল রানার বিষয়ে পুলিশ রিপোর্ট পেলেই আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপাতত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ই-কমার্স সাইট ই-অরেঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাৎ কেলেঙ্কারীতে মামলা হওয়ায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে নেপাল যাওয়ার চেষ্টা করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। কিন্তু শুক্রবার ৩ সেপ্টেম্বর পরিদর্শক সোহেল রানা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন।