অনিন্দ্য নয়ন
চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন ঈদঁগা বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ ইউনুছ(২২) ও মোঃ নাজিম প্রকাশ সুরুজ (২৪) নামের ২ জনকে গ্রেফতার করেছে
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
শুক্রবার ৩ সেপ্টেম্বর ২১ ইং রাত ১০ঃ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক প্রিটন সরকার এর নেতৃত্বে ৪১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ বৌবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইউনুছ(২২) ও মোঃ নাজিম প্রকাশ সুরুজ (২৪) কে গ্রেফতার করে।
এসময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ ইউনুছ ফেনী জেলার ফুলগাজী থানার পুর্ব মনতলা, ইউছুফের বাড়ির মোঃ ইউছুফ এর পুত্র এবং মোঃ নাজিম(২৪) ফেনী জেলার ফেনী সদরের বারাহিপুর ৭নং ওয়ার্ড, মিয়াজান সওদাগরের বাড়ির মৃত ওবায়দুল হকের পুত্র।