চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। নাভানা গ্রুপের সহযোগিতায় বিভাগীয় পুলিশ হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়।
রবিবার ৫ সেপ্টেম্বর ২১ ইং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
স্থাপিত এই ব্যবস্থার মাধ্যমে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ এবং শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জরুরী মুহূর্তে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নাভানা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়াহেদ আজিজুর রহমান, চিফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি এবং সিনিয়র এ্যাক্সিকিউটিভ আফনান বিন আনোয়ার উপস্থিত ছিলেন।