চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক সহ মোহাম্মদ আলী(৩২) ও মোঃ মিনান ইসলাম(২৯) নামের ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগ। বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর ৯:২০ মিনিটে মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে টিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরের বায়জিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী(৩২) ও মোঃ মিনান ইসলাম(২৯) কে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে