অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট হাজী চান্দ মিয়া রোডের মুখ এলাকায় অভিযান চালিয়ে ১,১০০ পিস ইয়াবা সহ মাসুদ করিম প্রকাশ করিম (২২) নামের মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
আজ বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর ২১ ইং সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে টিম চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট হাজী চান্দ মিয়া রোডের মুখ এলাকায় অভিযান চালিয়ে মাসুদ করিম প্রকাশ করিম (২২) কে গ্রেফতার করে।এসময় তল্লাশী চালিয়ে তার হেফাজত হতে ১,১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে কক্সবাজারের উখিয়া থেকে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ করিমের বিরুদ্ধে চাঁন্দগাও থানায় মামলা দায়ের করা হয়েছে।