টেক
নাফে রোহিঙ্গাদের ভোটার করার আরও প্রমাণ মিলছে। বাহারছড়ার শামলাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ইউনুছ মেম্বার আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের ভোটার তালিকাভুক্ত করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।শফি উল্লাহ,অজি উল্লাহসহ তার কয়েকজন নিকটআত্মীয় পূর্বে মিয়ানমারের নাগরিক ছিলেন। তারা ইউনুছকে মেম্বারকে মোটা অংকের টাকা দিয়ে বাংলাদেশের নাগরিক সেজেছে।মোটা অংকের টাকা প্রদান করে আরাকান বিদ্রোহী গ্রুপের ক্যাডারদের (রোহিঙ্গা) ভোটার তালিকাভূক্ত হয়েছে বলে জানা গেছে। আর এ কাজে সহযোগিতা দিয়েছে কতিপয় জনপ্রতিনিধি ইউনুছ।শামলাপুর ইউপি সদস্য ইউনুছ মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিয়ানমার নাগরিক রোহিঙ্গা শফি উল্লাহ,অজি উল্লাহ, পুরুক্কা, পীর মোহাম্মদকে ভোটার করিয়ে জমি কিনে বসবাস করাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।রোহিঙ্গা পুরুক্কা, পীর মোহাম্মদকে লাখ টাকার বিনিময়ে ভোটার করে নিয়েছেন।শফি উল্লাহ,অজি উল্লাহ মাদ্রাসায় পড়ালেখা করেছে।তারা রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এ ব্যাপারে ইউনুছ মেম্বার তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।