গাজী মোহাম্মদ হানিফ ফেনী থেকে
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীতে নির্ভীক সেচ্ছাসেবী ব্লাড ডোনেশান ক্লাবের আয়োজনে ৩১শে আগস্ট বিকেলে ফেনী শহরের ডাঃ সাজ্জাদ মিলনায়তনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নির্ভীক ব্লাড ডোনেশান ক্লাবের প্রধান উপদেষ্টা ও ষ্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মোঃ জাফর উদ্দিনের সভাপতিত্বে ও ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন- ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন ডালিম, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সেলিম।
এতে আরও উপস্থিত ছিলেন- সাহিত্য পত্রিকা সোনার হরিণ এর প্রধান সম্পাদক কবি গীতিকার ও উপস্থাপক ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক আবুল কায়েস রিপন, বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, নজরুল একাডেমী ফেনী শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, লেখক সাহিত্যিক এডভোকেট সাইফুদ্দিন শাহীন, সাংবাদিক এম এ সাঈদ খাঁন, সাপ্তাহিক প্রতিক্রিয়ার সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ফেনী কার্ডিয়াক সেন্টারের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ মিলন, কবি বকুল আক্তার দরিয়া, কবি সাইরাস চৌধুরী, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, মুক্তির একাত্তর ডটকম’র নির্বাহী সম্পাদক নুসরাত চৌধুরী, শিক্ষক শাহীন রোখসানা প্রমূখ। উপস্থিত অতিথি বৃন্দ বলেন- বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, অনুষ্ঠানের অতিথিগণ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করা হয়।