কক্সবাজার প্রতিনিধি,০১ সেপ্টেম্বর
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী এলাকায় রাতের আঁধারে স্থানীয় মৃত আব্দুল মোতালেব মেম্বারের ছেলে আব্দুল হকের বাগানের সীমানার খুঁটি ও চারা সুপারি গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এতে তার প্রায় এক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
স্থানীয়রা বলেন,বুধবার (১ সেপ্টেম্বর ) রাতের আঁধারে স্থানীয় আব্দুল হকের জমিতে বাগানের সম্পূর্ণ ইট সিমেন্ট দিয়ে তৈরি সীমানার খুঁটি ভেঙে মাটিতে ফেলে এবং চারা সুপারির গাছ কেটে দেয় দুস্কৃতিকারীরা। এমন চিত্র দেখলে যে কারও চোখে জল এসে যাবে বলে স্থানীয়রা জানান। এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার সকাল ৯ টায় এলাকাবাসী ভিড় জমায় ওই বাগানে। ধারনা করা হয় এতে ক্ষতি হয়েছে প্রায় এক থেকে দেড় লাখ টাকা। সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও জানান এলাকাবাসী।
জানা গেছে, স্থানীয় এডভোকেট মোশাররফ হোসেন চৌধুরী থেকে ক্ষয় করেন জমিটি আব্দুল হক। তার দুই ছেলে ফখরুল ইসলাম ও কামরুল ইসলামের নামে। দিনদিন জমির দাম বৃদ্ধি পাওয়ায় কুচক্রী মহল আমার এই ক্ষতি করেছে বলে জানিয়েছেন আব্দুল হক। তিনি আরও বলেন, বাগানের প্রতিটি বাড়ন্ত গাছ। সন্ধ্যা বেলায়ও আমি দেখে গেছি। সব খুঁটি ও গাছের চারা ঠিক ছিলো।এখন বাগানের এই অবস্থা দেখে আমি দিশেহারা। কী করবো কিছুই বুঝতে পারছিনা।আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিনীত অনুরোধ জানাই, যথাযথ তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে যেন শাস্তি নিশ্চিত করা হয়। তিনি আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন।