অনিন্দ্য নয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী (৭৩) মারা গেছেন। তিনি র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী। বুধবার ১লা সেপ্টেম্বর রাত ৩ঃ৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, বিগত জুলাই মাসে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ভাইরাস থেকে মুক্ত হয়েছিলেন ড. সাইয়াদ সালেহীন কাদরী। পরবর্তীতে আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।তখন তিনি কোভিড নেগেটিভ ছিলেন, কিন্তু ফুসফুসের অবস্থা খারাপ ছিল। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ওই অবস্থাতেই তিনি মারা যান। তাছাড়া হৃদযন্ত্র এবং কিডনির সমস্যাও ছিল অধ্যাপক সালেহীন কাদরীর। তার সেপটিসেমিয়া হয়ে গিয়েছিল। বিগত ১ মাস কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিশেষজ্ঞ অধ্যাপক সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ড. সাইয়াদ সালেহীন কাদরীর মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, তিনি ছিলেন সদালাপী, সজ্জন ও বিনয়ী চরিত্রের মানুষ। নিবেদিতপ্রাণ এই শিক্ষক ও গবেষক অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।