বাবলু দাশ
হাটহাজারী প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। তাঁর জীবন, কর্ম আর আদর্শ থেকে শিক্ষা নিয়ে তাঁকে অনুসরণ করতে পারলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি নির্মূলের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।
আজ সোমবার (৩০ আগষ্ট’২১) হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পৌরসভার কেন্দ্রীয় সীতাকালী মন্দিরে দিনব্যাপী পবিত্র গীতাপাঠ, শ্রীকৃষ্ণের পূজা, আলোচনা সভা, গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ও পরিষদের প্রধান উপদেষ্টা ড. শিপক নাথ, হাটহাজারী সহকারী ভূমি কমিশনার আবু রায়হান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, শিক্ষক নেতা রণজিত নাথ, পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, সাবেক সভাপতি উদয় সেন, প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন। উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মুন্সি বিশ্বজিৎ দে’র স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, ওসমান কবির রাসেল, উৎসব কমিটির আহবায়ক দীপন দাশ, ডা. অসীম দাশ গুপ্ত, তপন পাল, সাংবাদিক শ্যামল নাথ, কারুকাঞ্চন আচার্য্য, লিটন পালিত, সাধারণ সম্পাদক ছোটন দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন পল্লব, এড. কৃষ্ণ প্রসাদ নাথ, চন্দন নাথ, নটরাজ চৌধুরী, বিধান বণিক, এড. রিখা শর্মা, নয়ন চৌধুরী, বিশ্বজিত নাথ, সাহস শীল প্রমূখ।