অনিন্দ্য নয়নঃ
বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি”- স্লোগানকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৯ আগস্ট সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, পোনামাছ অবমুক্ত করণ এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী। সহকারী প্রোগ্রামার খালেদ রহিম ও উপজেলা ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি এর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা , থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিন, বরমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর, মৎস্য রপ্তানিকারক ইসমাইল চৌধুরী হানিফ, মৎস্য খামারী উদ্যোক্তা বদিউল আলম সওদাগর, আবদুল কাদের, সাঙ্গু হ্যাচারী লিঃ ব্যবস্থাপক আব্দুল কাদের, দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক মনসুর আলী ফয়সাল, হাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলামসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৎস্য চাষী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করা হয়। এসময় ৬৫ টি প্রাতিষ্ঠানিক পুকুরের জন্য ২৪৭ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ ও মৎস্য খাদ্য বিতরণও করা হয়।