অনিন্দ্য নয়ন
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষের কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে রেল যোগাযোগ।
শনিবার ২৮ আগস্ট রাত ২ টায় জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী ‘মহানগর এক্সপ্রেস’ একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ সময় ৪-৫ জন যাত্রী আহত হন। দূর্ঘটনার খবর পেয়ে ২৯ আগস্ট রবিবার ভোর ৪ টায় লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, রবিবার সকাল ৯ঃ১৫ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর কুমিল্লা স্টেশনে আটকে পড়া বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের ২/১ জন সামান্য আহত হয়েছেন।