চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় এলজি, লোহার তালাকাটা কাটার, লোহার তৈরী ছেনী ও ৫ টি টিপ ছোরা সহ মোঃ হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা(২২), চাঁন মিয়া(২১), মোঃ হাসান (১৯), মোঃ আরিফ(১৯), আনিচ(১৯) নামের ৬ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার হতে মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০) নামের আরো একজনকে গ্রেফতার করা হয়। শনিবার ২৮ আগস্ট রাতে কোতোয়ালী থানার এসআই(নিঃ) সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ পার্শ্বের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), লোহার তৈরী তালাকাটা কাটার, ২টি লোহার তৈরী ছেনী, ৫টি টিপ ছোরা সহ মোঃ হৃদয় হোসেন (১৯), শহিদুল ইসলাম মনা(২২), চাঁন মিয়া(২১), মোঃ হাসান (১৯), মোঃ আরিফ(১৯), আনিচ(১৯) কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গলি এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০) কে গ্রেফতার করা হয় । উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।