অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের বন্দর থানাধীন পূর্ব গোসাইলডাঙ্গায় বাগদাদ ডিস্ট্রিবিউশনের ৩,৫২,০০০ টাকা ও বিভিন্ন গ্রাহকের ২,৫৮,১৩৬ টাকা মূল্যমানে বিভিন্ন ব্যাংকের একাউন্ট পে-চেক ১১টি, মূল্য এবং একাউন্ট ম্যানেজার এর ডেস্ক-এ রক্ষিত ২টি ট্যাব ও ১৪টি এন্ড্রয়েড মোবাইল চুরির ঘটনায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য মোঃ নুর ইসলাম সুমন(৩০), মোঃ হারুন খন্দকার ওরফে সবুজ (৩০), মোঃ মেহেদী হাসান(২৩) ও মোঃ হাবিব(২০) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার ২৬ আগস্ট ও শুক্রবার ২৭ আগস্ট সিএমপি’র বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার) এর দিক-নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে বন্দর থানার টিম গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ১টি ট্যাব এবং ৯টি মোবাইল সেট সহ চুরির কাজে ব্যবহৃত ১টি গ্রিল কাটার ও ১টি রেঞ্জ সহ মোঃ নুর ইসলাম সুমন(৩০), মোঃ হারুন খন্দকার ওরফে সবুজ (৩০), মোঃ মেহেদী হাসান(২৩) ও মোঃ হাবিব(২০) কে গ্রেফতার করে।