সেলিম কায়সার,টেকনাফ, ২৭ আগষ্ট
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীতে বিকল হয়ে যায় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন। এসময় আটকে পড়া যাত্রীদের চা-বিস্কুট-পানি সরবরাহ করে পুলিশ।
আজ শুক্রবার ২৭ আগস্ট দুপুর ৩ টার দিকে টেকনাফ পৌর শহরের কায়ুখখালী খালের ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। বিকাল তিনটার দিকে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি বিকল হয়ে যায়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে শাহপরীর দ্বীপের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজান একজন পুলিশ কনস্টেবলের সহায়তায় ট্রলারে আটকে থাকা যাত্রীদের চা-বিস্কুট পানি সরবরাহ করেন। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। বিকল হওয়ার ঘণ্টাখানেক পরেই ট্রলারের ইঞ্জিনটি মেরামত করা সম্ভব হয়। এরপরই পুনরায় সেন্টমার্টিনের দিকে রওনা করে ট্রলারটি।