জাফর আলম,কক্সবাজার,২৬ আগষ্ট
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মিনিবাস ও অটোরিক্সা (টমটম) সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বুধবার ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী (২০)।রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন জানান, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো । পথে বিপরীত দিক থেকে আসা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।