অনিন্দ্য নয়ন
চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ২,০০০ পিস ইয়াবা সহ মোঃ সাখাওয়াত হোসাইন (২০) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
আজ বৃহস্পতিবার ২৬ আগস্ট সকাল ১১ঃ১৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস বাস ষ্ট্যান্ডের পাশে ১০ নং কেসিদে রোডে অভিযান চালিয়ে মোঃ সাখাওয়াত হোসাইন (২০) কে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেটে লুকানো অবস্থায় ২,০০০ পিস পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলো কক্সবাজারের টেকনাফ সীমান্ত হতে সংগ্রহ করে চট্টগ্রামে সরবরাহ দেয়ার জন্য আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে। উক্ত ঘটনায় ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত মোহাম্মদ সাখাওয়াত হোসাইন কক্সবাজার সদরের পি এম খালি ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড মুহসিনিয়া পাড়া মৃত কালা মিয়ার বাড়ীর মোঃ সহিদ উল্লাহর পুত্র।