আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মোবাইলে কথা বলার সুযোগ করে দেওয়ায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। উক্ত ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার ২৫ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো.হাসানুজ্জামান বলেন, বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মোবাইলে কথা বলার সুযোগ করে দেওয়ায় এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২০২০ সালের অক্টোবরে রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধিতায় চট্টগ্রাম কারাগার থেকে স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলার সুযোগ চেয়েও অনুমতি পাননি সিনহা হত্যা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার দাশ।
সোমবার ২৩ আগস্ট ২১ ইং কক্সবাজার জেলার দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালীন এজলাসে হাঁটু গেড়ে ফোনে কথা বলার সময় প্রদীপ কুমার দাশের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় অন্য আসামিরা তার আশপাশে দাঁড়িয়ে ছিলেন।