শাহিন আহমেদ
চট্টগ্রাম নগরীর ৯ নম্বর ওয়ার্ড যেন কিশোর গ্যাংয়ের একটি রাজত্ব। এই ওয়ার্ডে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস করে। জনবহুল এই এলাকা পাহাড় দখল রাজ্য হিসেবে পরিচিত । মাদক বেচাকেনার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে আসে কিশোর গ্যাংয়ের সদস্যরা । আশে পাশের বস্তিগুলোর ভিতরে জমে উঠেছে এক বিশাল আকারের জুয়ার আসর এবং প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এই কিশোর গ্যাং রা।
সর্বস্বান্ত হয়ে যাচ্ছে অনেক সুখের সংসার। এই জুয়া খেলার কারণে আমাদের অনুসন্ধানে জানা গেছে এই কিশোর গ্যাং এর পিছনে কাজ করে যাচ্ছে একটি রাজনৈতিক প্রভাবশালী মহল। এই কারণে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো আতঙ্কে থাকে সারাক্ষণ ও রাত্রে ঘুমাতে গেলেও ভয় যেন পিছু ছাড়ে না তাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বিশ্ব কলোনি এলাকার এন-ব্লকে মোহাম্মদ মহসিন নামের যুবলীগের এক কর্মীকে পিটিয়ে জখম করার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। এ ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ।
তবে এলাকাবাসীর দাবি, কিছুদিন শান্ত থাকলেও আবার উৎপাত বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের । সন্ধ্যার পর এসব উঠতি বয়সি সন্ত্রাসীর নানামুখী কর্মকান্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ ।
এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের সাথে যোগাযোগ করলে প্রথমে তিনি জানতে চান কি বিষয়ে, পরে কিশোর গ্যাংয়ের কথা বলতেই তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।
তারপর এ বিষয়ে কথা হয় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহির হোসেন সাহেবের সাথে । ওসি জহির হোসেন বলেন, আপনি আমাকে জানালেন একজন সচেতন নাগরিক হিসেবে। আমি এখনই মোবাইল টিম পাঠাচ্ছি অভিযান চালানোর জন্য। ওসি জহির হোসেন আরো বলেন- বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার কাজ আপনি দেখিয়েছেন, এখন আমি দেখব। এ বিষয়ে কি করা যায়। অবশ্যই আমি একশন নেব, আপনাকে ধন্যবাদ আমাকে জানানোর জন্য।