জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক পরলোগত বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর পরিবারের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এম.পি’র শোক বাণী আজ ২২ আগস্ট বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ হস্তান্তর করেন। শোক বাণীতে জাপা চেয়ারম্যান বলেন- বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। তিনি ছিলেন চট্টগ্রাম জাতীয় পার্টির প্রাণ পুরুষ। দলের কল্যাণে তার ভূমিকা ছিল অপরিসীম। দল চিরকাল তপন চক্রবর্তীকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান পল্টু, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জহুরুল ইসলাম রেজা, নগর জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম. আজগর আলী, নগর ছাত্রসমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হানিফ নোমান, সদস্য সচিব শরীফুল মোল্লা নিরব, পরলোকগত বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী স্ত্রী শেলী চক্রবর্তী, পুত্রদ্বয় বিজয় চক্রবর্তী শাওন, অমিত চক্রবর্তী শান্ত প্রমুখ।