জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা সমাজসেবা কার্যালয় হতে কর্ণফুলীর অধীনে ৫টি বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্টের চেক বিতরণ করা হয়। বিতরণকৃত মোট অর্থের পরিমাণ ১৮,৪৮,০০০ টাকা ( আটারো লক্ষ আটচল্লিশ হাজার টাকা)।
হামিদিয়া বোগদাদী মাদ্রাসা ও এতিমখানা (চরপাথরঘাটা), তাজবীদুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা , (শাহামিরপুর)
আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, (দৌলতপুর) খাবিবীয়া হোসেনিয়া এতিমখানা , (চরলক্ষ্যা) ও ওমর আলী বোগদাদী এতিমখানায় (চরপাথরঘাটা) এসব চেক প্রদান করা হয়।
ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পক্ষ থেকে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী এসব চেক প্রদান করেন।এই সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি ও কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ।