বাংলাদেশ আওয়ামী কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজ হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী। এ বিষয়ে ফারুক চৌধুরী বলেন -বঙ্গবন্ধু দেশের মানুষকে হৃদয় দিয়ে ভালবাসতেন। তিনি এ দেশকে সম্মান জনক অবস্থানে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু এ দেশের মানুষকে ভালোবাসতেন বলে এতোটা ত্যাগ স্বীকার করতে পেরেছিলেন। তিনি বলেন বঙ্গবন্ধুকে ছিলেন উচ্চ মানবিকতা গুণ সম্পূর্ণ মানুষ। মানুষের প্রতি ছিলো তার প্রগাঢ় ভালোবাসা আরও মমত্ববোধ। দেশকে উন্নত সম্মৃদ্ধ রাষ্ট্রে পরিনত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শও মুক্তি যুদ্ধের চেতনায় জীবন ধারণ করার কোন বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এন ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলেমান তালুকদার, এবং উপজেলা আওয়ামী লীগ নেতা এসে এম সালেহ, উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ সাজিদ সহ অসংখ্য নেতা কর্মীসহ উপজেলা আওয়ামী যুবলীগ নেতা তারেক হাসান জুয়েল প্রমুখ।