ক্লাসে সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে নেয়া হবে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিইসি) পরীক্ষা। তাই প্রাথমিকের শিক্ষার্থীদের অটোপাস দেয়ার সম্ভাবনা নেই। এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তিনি বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আমরা আর অটোপাস দিতে চাই না। এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। সে কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই।সবটুকু জানতে ক্লিক করুন