আফগান সরকারি বিমান বাহিনীর হামলায় ১৩ তালেবান নিহত হয়েছে, আহতের সংখ্যা আট। দেশটির তাকহার প্রদেশের তালেকান শহরে এ হামলা চালানো হয় বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৬ আগস্ট) জানিয়েছে এএনআই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, হামলায় তালেবানের ৩৮টি আরপিজি, আটটি আর্টিলারি শেল ও কিছু এমুনিশন ধ্বংস হয়েছে। এছাড়া তালেবানের সহিংসতা নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হবে বলেও জানানো হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন