ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে আজ শনিবার ২৪ জুলাই ভোরে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। এর কয়েক মিনিট পরে একই অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। বাতাঙ্গাস প্রদেশের দক্ষিণ-পশ্চিম থেকে ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।