আজ গাড়িতে না উঠলে বাড়িতে থাকতে হবে আরো ১৪ দিন
পূর্ব বাংলা ডেস্ক
-
প্রকাশিত সময়ঃ
বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
-
৩৭৫
বার পড়া হয়েছে
শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এ সময় গণপরিবহন বন্ধ থাকবে। আজকের মধ্যে ঢাকায় ফিরতে না পারলে বাড়িতেই থাকতে হবে।বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে গণপরিবহন। এসময় এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধি-নিষেধ শিথিল করায় সব শ্রেণির মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছেন। পশুর হাটগুলোতে ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন। যারা ঈদের আগে ঢাকা এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন।সবটুকু জানতে ক্লিক করুন
More News Of This Category