রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেল বৌদ্ধ বিহারের এক অধ্যক্ষের।
নিহতের নাম শ্রীমৎ আজ্ঞা ধাম্মা থেরো (৫৬)। তিনি বৌদ্ধভিক্ষু ও ওই এলাকার তম্মঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।
জানা গেছে, ওই সময় বৌদ্ধভিক্ষু আজ্ঞা ধাম্মা বিহারে প্রার্থনা শেষে উঠানে বের হন। তখন পাশের জঙ্গল থেকে একটি বন্যহাতি অতর্কিত হানা দিয়ে তার ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বৌদ্ধভিক্ষু আজ্ঞা ধাম্মা।
এরপর হাতি জঙ্গলে চলে গেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থল গিয়ে নিহত বৌদ্ধভিক্ষুর লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে বৌদ্ধভিক্ষুর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।