দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮ হাজার ৩৬৫ জন। মারা গেছেন ১০৪ জন যা গতকাল একদিনে সর্বোচ্চ ১১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে খুলনা বিভাগে। এ বিভাগে আজ ৩৫ জনের মৃত্যু হয়। বাকিদের মধ্যে ২৭ জন ঢাকা, ১৯ জন চট্টগ্রাম, রাজশাহী ৭, বরিশাল ২, নয়জন রংপুরের ও পাঁচজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গতকাল সারা দেশে ৫৬৪টি পরীক্ষাগারে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।