গণপরিবহন বন্ধ থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০ জুন পর্যন্ত পূর্ব ঘোষিত পরীক্ষাসমূহে পরীক্ষার্থীদের অংশ গ্রহণের সুবিধার্থে নিম্নে বর্ণিত ৪ টি বাস চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সকাল ৮ টায় ছাড়বে এবং পরীক্ষা শেষে বাসগুলো ক্যাম্পাস হতে বিকেল ৪ টায় শহরের উদ্যেশে ছেড়ে যাবে। ১টি বাস এ কে খান মোড় থেকে ছেড়ে-জিইসি-ষোলশহর ২নং গেইট হয়ে, ১টি বাস বড়পুল থেকে ছেড়ে-আগ্রাবাদ-টাইগারপাস-ষোলশহর ২নং গেইট হয়ে,১টি বাস নিউমার্কেট থেকে ছেড়ে-কতোয়ালী-বৌদ্ধমন্দির-জেএমসেন হল-গণিবেকারী-চকবাজার-পাঁচলাইশ-প্রবর্তক মোড়-২নং গেইট-মুরাদপুর হয়ে এবং ১টি বাস রাহাত্তারপুল থেকে ছেড়ে বহদ্দারহাট-মুরাদপুর হয়ে ক্যাম্পাসে আসবে। এতদ সংগে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মানার পূর্বের নির্দেশনা বহাল থাকবে।