উপজেলার খিলপাড়া গ্রামে জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রতন দাশ (৫৫) নামের একজনকে খুনের ঘটনা ঘটেছে।
শনিবার ২৬ জুন দুপুর ১২ ট্য়া এ ঘটনা ঘটে। নিহত রতন দাশ স্থানীয় নির্মল দাশের পুত্র। ঘটনার পর আহত রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টায় তার মৃত্যু ঘটেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। এ ঘটনায় নিলয় কিশোরী ভৌমিক(১৬) নামে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, খিলপাড়া গ্রামের বাসিন্দা নিহত রতন দাশ ও টিটু ভৌমিকের মধ্যে জায়গা ও গাছপালা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও আছে। শনিবার ওই জায়গায় রতন দাশ কিছু পুরাতন লাকড়ির গাছ কাটার সময় টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন দাশকে ধারালো দা ও গাছ দিয়ে টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা আঘাত করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর টিটু ভৌমিক ও তার ভাই মিটু ভৌমিক পালিয়ে গেলেও টিটু ভৌমিকের পুত্র নিলয় কিশোরী ভৌমিককে পুলিশ আটক করে।