গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্বের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সম্মানিত সদস্য মরহুম মুহাম্মাদ মুসলিম মিয়ার ইসালে সওয়াব মাহফিল ২৫ জুন বাদে আসর ৩৪নং পাথরঘাটা নজুমিয়া লেইন মধুবেপারী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালী থানা পূর্বের সদস্যরা উপস্থিত ছিলেন।